ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত সদস্য গ্রেপ্তার

ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত সদস্য গ্রেপ্তার
প্রকাশিত

চট্টগ্রামের পটিয়ায় ডাকাতি করে কক্সবাজার যাওয়ার পথে লোহাগাড়ায় চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে পটিয়ার ফকিরপাড়া এলাকায় ডাকাতি করে ১০ থেকে ১২ জনের একটি দল পিকআপ ভ্যানে করে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। একটি সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশির সময় গাড়ির যাত্রীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন– চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম কাথারিয়ার আবুল কাশেম ওরফে জামাই কাশেম, চকরিয়ার ফুলতলার ছাদেকুর রহমান, চকরিয়া বাজার পাড়ার কামাল ও কক্সবাজারের পূর্ব বড় ভেওলার কেফায়েত হোসেন।

তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড ১২ বোর গুলি, একটি রামদা, চাকু, টিপছুরি, শাবল, কাঁচি, টর্চলাইট, ১৬ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, মানকি ক্যাপ ও একটি কালো ব্যাগ উদ্ধার করেছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পটিয়ায় ডাকাতির ঘটনা স্বীকার করেছে। এ ঘটনায় পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও অস্ত্র ও চুরির মামলা আছে। চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com