এমন রাজনীতি কেন করতে হবে, যে দেশ ছেড়ে পালাতে হবে: জামায়াতের আমির

এমন রাজনীতি কেন করতে হবে, যে দেশ ছেড়ে পালাতে হবে: জামায়াতের আমির

রুকন সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

প্রকাশিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এমন রাজনীতি কেন করতে হবে, যে রাজনীতি করার পর আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। মানুষ ভুলত্রুটির উর্ধ্বে নয়, এমন রাজনীতি করুন যাতে দিন শেষে সম্মানের সহিত দাঁড়িয়ে থাকতে পারেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনি দেশ ছেড়ে কেন পালিয়ে গেলেন, আমরা তো যেতে বলিনি। আপনিই বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন, এইটা আপনার দেখার দরকার ছিল। আপনার কথাটা আপনার প্রমাণ করা উচিত ছিল। এটাই হতো সত্যিকারের রাজনীতিবিদের সুবোধ আচরণ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে জেলার রুকন সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে কারো ওপর প্রতিশোধ নেবে না। প্রতিশোধ নেওয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনও পথ হারাবে না।’ 


অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com