দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না বলে দাবি করেছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ। ফাইল ছবি
বুধবার (৯ অক্টোবর) বিকেলে বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘মানুষকে গুজব থেকে বাঁচাতে সাইবার সেল মনিটরিং করছে। কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে। চ্যালেঞ্জ নিচ্ছি দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। সুযোগ পাবে না দুষ্কৃতকারীরা। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসীদের।’
জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে দাবি করে হারুন অর রশিদ বলেন, ‘এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ১৫টি র্যাব ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। আগের চেয়ে ভালো হবে এবারের পরিবেশ।’
এদিকে, বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নতুন দেশ নির্মাণের প্রাক্কালে এ দুর্গোৎসব নতুন মাত্রা ও উদ্যোম যোগ করবে। কিছু মিডিয়া ও ব্যক্তি হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চালায়। প্রমাণ হয়েছে এমন ঘটনা ঘটেনি।’
পূজার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে দলের সব নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।