অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৪ তরুণী আটক

অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৪ তরুণী আটক

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় চার তরুণী আটক।

প্রকাশিত

ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে চার তরুণীকে আটক করেছে জনতা। এ সময় পালিয়ে যান সঙ্গে থাকা এক যুবক। পরে আটকদের বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি জেলা ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবি ঝর্না এলাকা থেকে তাদের আটক করে।


আটকরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা এলাকার হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম, খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাটখেলপাতা এলাকার মোজাফ্ফর গাজীর মেয়ে নুর নাহার, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী এলাকার খাইরুল শেখের স্ত্রী লিপি বেগম ও খুলনা জেলার খালিশপুর উপজেলার শিবপুর এলাকার আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি।

পালিয়ে যাওয়া যুবকের নাম মো. জুয়েল রানা (২৫)। তিনি গোয়ানঘাট উপজেলার উত্তর প্রতাপপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।


৪৮-বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশর সময় সংগ্রাম বিওপির এলাকার সীমান্ত পিলার ১২৭২/৪ এর বাংলাদেশের অভ্যন্তরে মায়াবি ঝর্না এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদের বিজিবির হাতে হস্থান্তর করা হয়।


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com