কচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে পোশাক শ্রমিকদের আগুন, গুলিবিদ্ধ ২

কচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে পোশাক শ্রমিকদের আগুন, গুলিবিদ্ধ ২

কুচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন পোশাক শ্রমিকরা।

প্রকাশিত

রাজধানীর মিরপুর-১৪ এর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ব্যবহার করা লেগুনায় আগুন দিয়েছেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। শ্রমিকদের আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন  দাবিতে কচুক্ষেত সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।

শ্রমিকরা ইট পাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এ সময় নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে সেনাবাহিনীর আরও সদস্য এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে দেয়া আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com