অস্ত্রসহ যুবদল নেতা আটক

অস্ত্রসহ যুবদল নেতা আটক
প্রকাশিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (১০ আগস্ট) রাতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক ফরিদ উদ্দিন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযানে একই এলাকার নাঈম নামে এক ব্যক্তির বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করে সেনাবাহিনী।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফরিদের বাড়ি থেকে একনলা বন্দুক এবং নাঈমের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com