৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
প্রকাশিত

খুলনার রূপসায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (২০ জুলাই) সকালে উপজেলার স্বল্প বাহিরদিয়া ইউনিয়ন থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখকে (৪৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আঁড়মই পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই মেয়েটি স্কুলের টয়লেটে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াইয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের ঘটনা জানায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশুটির বাবা বাদী হয়ে শনিবার রাতে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটি শারীরিক পরীক্ষার জন্য বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রাখা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com