বাফুফেতে সালাহউদ্দিনের ১৬ বছরের আমলনামা

বাফুফেতে সালাহউদ্দিনের ১৬ বছরের আমলনামা

সালাহউদ্দিনের আমলে দুই বছরের নির্বাসনে ছিল দেশের ফুটবল। ফাইল ছবি

প্রকাশিত

উন্নতির বদলে গেল ১৬ বছরে দেশের ফুটবলকে হাস্যরস আর তামাশার বস্তুতে পরিণত করেছিলেন কাজী সালাহউদ্দিন। তার সময়েই র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানিতে চলে যায় দেশের ফুটবল, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে কাটিয়েছে দুই বছরের নির্বাসন। পাশাপাশি মারাত্মক রকমের আর্থিক অনিয়মের অভিযোগও আছে বাফুফে সভাপতির বিরুদ্ধে। এ জন্য ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন তার সাধারণ সম্পাদক, জরিমানা গুনেছেন সিনিয়র সহ সভাপতিও।

২০২২ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ! দ্বিতীয়বারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে এমন বড় স্বপ্ন দেখিয়েছিলেন কাজী সালাহউদ্দিন। সময়ের ব্যবধানে এটাই এখন সবচেয়ে বড় কৌতুক। বলা যেতে পারে তার লম্বা সময়ের দায়িত্বে বাংলাদেশের ফুটবল উন্নতির বদলে পরিণত হয়েছে হাস্যরসে!

সালাহউদ্দিনরা শুধু ফুটবল নয়, হাস্যরস করেছেন এই খেলার সঙ্গে সম্পৃক্ত থাকা গণমাধ্যমকর্মী নিয়েও। নিজের ব্যর্থতা ঢাকতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাগুলো নিয়েছেন তির্যকভাবে। অনেক সংবাদকর্মী হয়েছেন তাদের প্রকাশ্য শত্রু। অথচ দেশের ফুটবল নিয়ে কাজ করার জন্য পেয়েছিলেন প্রায় দেড় যুগের কাছাকাছি সময়।

সালাহউদ্দিনের গায়ে বড় কোনো আর্থিক কেলেঙ্করির সরাসরি দায় না থাকলেও বাফুফের বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাটের অভিযোগ আছে তীব্রভাবে। সিলেট বিকেএসপিতে একাডেমির জন্য ৭ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছিল ফিফা। বাফুফের সেই প্রোজেক্ট চলেছিল মাত্র কয়েক মাস। অথচ কোনো অডিট রিপোর্টেই একাডেমি পরিচালনার জন্য ফিফার দেয়া সাত লাখ ডলারের কথা উল্লেখ করা হয়নি।

২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের খরচ নিয়েও উঠেছিল নয়-ছয়ের অভিযোগ। পাঁচ কোটি টাকার বাজেট নিয়ে যাওয়া হয়েছিল ১৫ কোটিতে। সরাসরি খেলা সম্প্রচারে যন্ত্রপাতি ভাড়ার নামে দুর্নীতির চিত্র উঠে আসে। প্রায় ২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার ভুয়া খরচ দেখিয়ে ভারতীয় একটি কোম্পানির সহযোগিতায় ওই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে কাজী সালাহউদ্দিনের যোগ সাজোশে।

ফুটবল উন্নয়নের জন্য ২০১৯-২০ অর্থবছরে বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে সেটি স্থায়ী আমানত করে রাখা হলেও বছর না ঘুরতে তা খরচ করে ফেলে বাফুফে। এমন আরও বহু ঘটনার জন্ম দিয়েছেন সালাহউদ্দিন বাফুফের সভাপতি থাকা অবস্থায়। আর এসব অনিয়মের ফলে ফিফা থেকে নিষিদ্ধ হন তার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বড় অঙ্কের জরিমানা গুনেছেন সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী।

বিশ্বকাপ ফুটবলে খেলার স্বপ্ন দেখালেও সালাহউদ্দিনের আমলে র‌্যাঙ্কিংয়ে সর্বনিম্ন স্তরে নেমে যায় বাংলাদেশ। এমনকি ২০১৬ সালে এশিয়ান কাপ প্রাক বাছাইয়ে ভুটানের মতো দলের বিপক্ষে হেরে দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যাওয়ার দৃষ্টান্তও তৈরি করে বাংলাদেশ।

সালাউদ্দিনের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি প্রায় ১৫ বছরে জাতীয় দলের কোচ পরিবর্তন করে ২৩ বার। কখনো দেশি, কখনো বিদেশি, কখনো স্থায়ী, কখনো অন্তর্বর্তী কোচের ওপর আস্থা রেখেও সফলতা পায়নি বাংলাদেশ। বাফুফেতে লম্বা সময়ে তার সফলতার কেচ্ছা বলতে নারী ফুটবলের সাফ জয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com