ফজলে করিম চৌধুরীর দুই বাড়িতে অভিযান, যা পাওয়া গেল

ফজলে করিম চৌধুরীর দুই বাড়িতে অভিযান, যা পাওয়া গেল

ফজলে করিম চৌধুরীর নগরীর খুলশী ফ্ল্যাটে অভিযান চালানো হলেও কিছু পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত

প্রকাশিত

সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর রাউজানের গহিরা গ্রামের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দু'নলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভালবার, ৫ রাউন্ড রিভালবারের গুলি ও দুটি লেডবল কার্তুজ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাউজান উপজেলার গহিরায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে জেলা পুলিশ।

এ ঘটনায় রাউজান থানার এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

ফজলে করিম চৌধুরীর নগরীর খুলশী ফ্ল্যাটেও অভিযান পরিচালনা করা হয়। প্রায় এক ঘণ্টার এ অভিযানে কোনো কিছু পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, ফজলে করিম চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র–গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেফতার দেখানোর জন্য নিরাপত্তার কারণে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com