সাড়ে ১১ ঘণ্টা পর আরিচা ও পাটুরিয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু

সাড়ে ১১ ঘণ্টা পর আরিচা ও পাটুরিয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু
প্রকাশিত

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর যমুনা নদীর আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা ঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশে দৃশ্যমানতা কম থাকায় গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯.০০ টায় যমুনা নদীর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, দুটি ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এবং ধনসিরি আরিচাঘাটে আটকা পড়ে। একটি ফেরি শাহ আলী কাজিরহাট পয়েন্টে ছিল। যানবাহন ও যাত্রী ভর্তি আরেকটি ফেরি চিত্রা কাজিরহাট পয়েন্টের কাছে যমুনা নদীতে আটকে পড়ে।

তিনি জানান, ১১ ঘণ্টা ৪০ মিনিট বন্ধ থাকার পর আজ সকাল ৮.৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। সব ফেরি এখন সম্পূর্ণ লোডসহ স্বাভাবিকভাবে চলাচল করছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্র জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ৯.৫০ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৪ ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর রোববার ভোর ২.২৫ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। 

পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, ৪ ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এখন সব ফেরি স্বাভাবিকভাবে চলাচল করছে।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে গতরাতে পাটুরিয়া ঘাটে চারটি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি আটকা পড়েছিল । কিন্তু এসব ফেরিতে কোনও যানবাহন বা যাত্রী ছিলনা। তবে পদ্মা নদীর মাঝখানে যানবাহন ও যাত্রী বোঝাই চারটি ফেরি আটকা পড়েছিল। ঘন কুয়াশা কমার পর ফেরি চলাচল স্বাভাবিক  হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com