শিক্ষিকাকে বেঁধে বাসায় ডাকাতি

শিক্ষিকাকে বেঁধে বাসায় ডাকাতি
প্রকাশিত

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সমেশপুর মহল্লায় এক স্কুল শিক্ষিকার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (ভোর) সাড়ে তিনটার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে বসবাস করেন জয়নগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা নুরজাহান সীমা ও তার স্বামী গোপালপুর পৌরসভার সার্ভেয়ার আব্দুল আজিজ। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীকে জিম্মি করে ফেলে।

একপর্যায়ে ডাকাতরা নুরজাহান সীমা ও আব্দুল আজিজের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। ডাকাতির সময় ডাকাতরা বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুরও চালায় বলে পরিবারটি জানায়।

ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির আশপাশের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী দম্পতিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com