আমাদের ওপর আক্রমণ করবেন না, আমাদের কাজ করতে দেন -আইজিপি

আমাদের ওপর আক্রমণ করবেন না, আমাদের কাজ করতে দেন -আইজিপি
প্রকাশিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পুলিশ বাহিনীর ওপর আক্রমণ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, "আমাদের কাজ করতে দিন, অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না।" তিনি বলেন, পুলিশ সমাজ ও দেশেরই অংশ, এবং তাদের কাজ হলো সমাজে স্থিতিশীলতা বজায় রাখা ও অবাধ নির্বাচনের পথ সুগম করা।

বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ ইউনিটের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, "আমরা তো সমাজ এবং দেশেরই লোক। কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগোবো, আমরা যদি আস্থা না আনতে পারি, তাহলে আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না? এটা তো সম্পূর্ণ যুক্তিহীন। পুলিশ মানুষের শত্রু নয়। দেশবাসীর কাছে অনুরোধ করি, আমাদের কাজ করতে দিন।"

আইজিপি আরও বলেন, "৫ আগস্টের পর আমাদের কী অবস্থা ছিল, আপনারা জানেন। আমাদের কিছু সিনিয়র অফিসারের অতিউৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। সারা বিশ্ব এখন বলে, বাংলাদেশ পুলিশ এত নির্মম হলো কীভাবে?" তিনি এ সময় পুলিশ সদস্যদের অতীতের কিছু ভুলের কথা উল্লেখ করে বলেন, "কিছুসংখ্যক পুলিশ সদস্যের উচ্চাভিলাষ ও অন্যায় রাজনৈতিক আনুগত্যের কারণে আমরা মানুষের বিরুদ্ধে গিয়েছি। এর জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। এই দায়ভার যিনি অর্ডার করেছেন, তার অবশ্যই শাস্তি পেতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল সিবগাতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com