নিগার সুলতানা জ্যোতি নতুন ইতিহাস গড়লেন

এবারই প্রথম মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে তার এই নতুন রেকর্ড।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এবার সাদা পোশাকে খেলতে নেমে নিজেকে নতুন করে তুলে ধরলেন জ্যোতি। ছবি-সংগৃহিত।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এবার সাদা পোশাকে খেলতে নেমে নিজেকে নতুন করে তুলে ধরলেন জ্যোতি। ছবি-সংগৃহিত।

প্রকাশিত

জাতীয় দলের প্রধান ভরসা এখন রঙিন পোশাকে নিগার সুলতানা জ্যোতি। সোমবার তিনি ব্যাট হাতে গড়লেন নতুন এক ইতিহাস।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এবার সাদা পোশাকে খেলতে নেমে নিজেকে নতুন করে তুলে ধরলেন এই উইকেটকিপার-ব্যাটার। দীর্ঘ পরিসরের ক্রিকেটে সুলতানা জ্যোতি নারী ক্রিকেটে এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান।

এবারই প্রথম মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু হয়েছে। আর সেখানেই খেলতে নেমে নিজের ইতিহাস গড়লেন জ্যোতি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাতীয় দলের এই অধিনায়ক।

মোট ২৫৬ বলে ২০টি চার ও ২টি ছক্কায় দেড়শো ছাড়ানো ইনিংস খেলে অপরাজিত থাকেন জ্যোতি। তার সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বিপক্ষে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল।

দলটির হয়ে সেঞ্চুরির কাছাকাছি গেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। ২৪৬ বলে তিনি করেন ৮৬ রান, ১২১ বলে ৫৭ করেন রিতু মনি। নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।

দুই ওপেনার মুরশিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার লিসা ৬০ রান করলে ভালো শুরু পায় মধ্যাঞ্চল। শুরু ধরে জ্যোতি খেলেন ১৫৩ রানের ইনিংস। তাতে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে জান্নাতুল ফেরদৌস সুমনা ১১৩ রানে ৬ উইকেট নেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com