রাজস্থলীতে মুমূর্ষু হাতির শাবক উদ্ধার

রাজস্থলীতে মুমূর্ষু হাতির শাবক উদ্ধার
প্রকাশিত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারিপাড়ার চিতাখোলা এলাকা থেকে এক মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার স্থানীয়রা খাদে পড়ে থাকা হাতির শাবকটি দেখতে পেয়ে বনবিভাগকে জানায়।

বনবিভাগের রাইখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. হাসান বলেন, "বিকেলে কিছু পথচারী খবর দিলে আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করি। শাবকটি মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে খাদে পড়ে ছিল, তাই দ্রুত তা উদ্ধার করা হয়।"

রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, "আমরা শাবকটির উদ্ধার পরবর্তী অবস্থায় আছি। এখন আমরা শাবকটির মায়ের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করব। যদি মা ফিরে না আসে, তখন সিদ্ধান্ত নেওয়া হবে শাবকটি কোথায় রাখা হবে।"

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র জানান, "রবিবার থেকে ওগাড়ী পাড়া এলাকায় বন্য হাতির তাণ্ডব চলছে। বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে এবং সোমবার হাতির শাবকটি উদ্ধারের খবর পাওয়া যায়। বনবিভাগ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"

এলাকাবাসী জানায়, হাতির শাবকটি উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, শাবকটি তার মায়ের সাথে ফিরে যেতে না পেরে খাদে পড়ে গেছে। শাবকটি উদ্ধারের পর এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন, হাতির মা যে কোনো সময় ফিরে আসতে পারে।

এই ঘটনায় পরিবেশ সংরক্ষণ এবং বনবিভাগের কর্মকাণ্ড নিয়ে এলাকায় চর্চা চলছে, বিশেষ করে বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা পুনরায় সামনে এসেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com