বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ক্র্যাশ ল্যান্ডিং, দুই পাইলট অক্ষত

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ক্র্যাশ ল্যান্ডিং, দুই পাইলট অক্ষত
প্রকাশিত

যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ ল্যান্ডিং করেছে। তবে বিমানের দুই পাইলট সৌভাগ্যক্রমে অক্ষত আছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় ১২টা ৫৫ মিনিটে অসাবধানতাবশত বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন তাওহীদ ও স্কোয়াড্রন লিডার মূসা অক্ষত আছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির দায়িত্বশীল কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com