হাসপাতালে নবজাতককে রেখে পালালেন মা

হাসপাতালে নবজাতককে রেখে পালালেন মা

হাসপাতালের নার্সরা নবজাতককে উদ্ধার করে চিকিৎসকের তত্বাবধানে রাখে। ছবি : সংগৃহীত

প্রকাশিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ দিনের নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন এক মা। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন তার মা। রাত ৮টার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় হাসপাতালের নার্স নবজাতককে উদ্ধার করেন। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।

ডা. জেএইচ খান লেলিন বলেন, নবজাতকের মা ফিরে না আসায় আপাতত আমরা দেখভাল করছি। তাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। শারীরিকভাবে সুস্থতা আছে নবজাতকটি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনিপ্রক্রিয়ায় দত্তক দেওয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com