মুয়াজ্জিনকে গুলি করে হত্যা মামলায় সব আসামি খালাস

মুয়াজ্জিনকে গুলি করে হত্যা মামলায় সব আসামি খালাস
প্রকাশিত

বগুড়া শিবগঞ্জে শিয়া মসজিদে গুলি করে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনকে হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় আসামিকে খালাসের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এ মামলার রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন- এমদাদুল হক, আব্দুল বাছেদ, আব্দুল হামিদ ওরফে হামিদুল, ইয়াছিন, আব্দুল মোমিন মণ্ডল, খাদেমুল ইসলাম ওরফে বাদশা, আজাদ প্রাং, রাজিবুল ওরফে রজিবুল ইসলাম বাদল ও আজাদুল কবিরাজ।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ২৬ নভেম্বর এশার নামাজের সময় দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ-ই-আল মোস্তফার (শিয়া মসজিদের) ভেতরে গুলি চালায়। এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন গুলিবিদ্ধ হন। মসজিদের ইমাম শাহীনুর ও মুসল্লি আবু তাহেরও আহত হন। গুরুতর আহত মুয়জ্জিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চককানু গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে সোনা মিয়া বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে শিবগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান খালাস পাওয়া নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বগুড়া আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ৯জনকে খালাস দিয়েছেন। তাদের মধ্যে তিনজন গ্রেপ্তার ছিলেন। তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com