বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
প্রকাশিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৫ এপ্রিল) দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যদের এক মিলনমেলায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রাব্বানী, ড. মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল হক জানান, বগুড়ার সাতটি সংসদীয় আসনে জামায়াত ৭ জন প্রার্থীকে চূড়ান্ত করেছে। প্রার্থীরা হলেন:

১. বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)

  • অধ্যক্ষ শাহাবুদ্দীন

  • কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা

২. বগুড়া-২ (শিবগঞ্জ)

  • মাওলানা শাহাদাতুজ্জামান

  • সাবেক জাতীয় সংসদ সদস্য

৩. বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)

  • নূর মোহাম্মাদ আবু তাহের

  • গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

৪. বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)

  • অধ্যক্ষ মাওলানা তায়েব আলী

  • কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

৫. বগুড়া-৫ (শেরপুর-ধুনট)

  • আলহাজ দবিবুর রহমান

  • শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

৬. বগুড়া-৬ (বগুড়া সদর)

  • অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

  • বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর জামায়াতের আমির

৭. বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর)

  • গোলাম রাব্বানী

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাসী। তারা দেশের সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com