জয়পুরহাটে রেলের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

জয়পুরহাট রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ।
জয়পুরহাটে রেলের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

রেলওয়ের উচ্ছেদ অভিযান।

প্রকাশিত

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।


এ সময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, জয়পুরহাট জেলা প্রশাসনের সিনিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।

রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা শহরের রেল লাইনের পাশের এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে অর্ধশতাধিক স্থাপনা গড়ে তুলে ব্যাবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি। ইতোপূর্বে বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সব অবৈধ স্থপানা ভেঙে দিয়ে দখলমুক্ত না করা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com