পাবনায় সড়ক দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনায় সড়ক দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ আহত ৪
প্রকাশিত

পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চার জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম। আহত অন্যরা হলেন- শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রইস উদ্দিন ও মাইক্রোবাসের চালক শফিক। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জহুরুল ইসলাম জানান, বিকালে পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিবের একটি নির্বাচনি সভায় অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে আটঘরিয়ার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাসসহ ওই গাড়িতে থাকা চার জন আহত হন। তাদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিনের অবস্থা গুরুতর। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শিমুল বিশ্বাস চোখে আঘাত পাওয়ায় চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি শঙ্কামুক্ত।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাকি দুজনের একজন মাথা ও আরেকজন হাঁটুতে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com