শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় রিপো কনস্ট্রাকশন ফার্মে এ ঘটনা ঘটে। ডাকতির ১২ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতারসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান।
এ সময় তিনি বলেন, ‘দিনাজপুর সদরের শশরা ইউনিয়নে ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ির গ্যারেজে প্রবেশ করে তারা নৈশ প্রহরীসহ ছয়জনকে হাত-পা বেঁধে গ্যারেজে মালামাল লুট করে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধারসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলা উপজেলায় ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে।
দিনাজপুর সদরের শশরা ইউনিয়নে মেসার্স আবির মটরস গাড়ির গ্যারেজে ডাকাতরা ২০টি ব্যাটারি, নগদ তিন লাখ ৫২ হাজার টাকা, পানির মোটর ও ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেনের নেতৃত্বে পুলিশ ডাকতির ১২ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেফতারসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
আটকদের কাছ থেকে ডাকাতির মালামালের মধ্যে একটি খয়েরি রঙের টাইটানিক পুরাতন বাটন মোবাইল, ১৮টি ১২ ভোল্টের ট্রাকের ব্যাটারি, একটি থ্রি-হুইলার গাড়ি ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।