মৃত্যু জান্নাতি বেগম (২৭) মধ্যপাড়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদরে গৃহবধূ জান্নাতি বেগম বাড়ির টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সে সময় ময়নাতদন্ত না করে তার মরদেহ দাফন করা হয়।
পরে জান্নাতিকে মারধর করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করে আদালতে মামলা দায়ের করেন তার পরিবার।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আদালতের নির্দেশে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।