সবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্য সেবার দাবিতে গাইবান্ধায় সমাবেশ

‘সবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করো’, এই স্লোগান নিয়ে গাইবান্ধায় সংহতি সমাবেশ করেছে রেসকিউ ফোর্স গাইবান্ধা জেলার সদস্যরা।
সবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্য সেবার দাবিতে গাইবান্ধায় সমাবেশ

উনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় ডাক্তার-নার্স নিয়োগের দাবি জানান তারা। ছবি: সংগৃহীত

প্রকাশিত

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ সংহতি সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন, রেসকিউ ফোর্স গাইবান্ধার সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য ওয়ারেস মন্ডল রাকা, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবুসহ অন্যান্যরা।

তাদের দাবি,  দীর্ঘদিন থেকে গাইবান্ধা জেলা হাসপাতালসহ সকল স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল ও ওষুধ সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

বক্তারা সাধারণ মানুষের চিকিৎসা সেবায় দ্রুত  গাইবান্ধা জেলা হাসপাতাল, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় ডাক্তার-নার্স নিয়োগসহ পর্যাপ্ত ওষুধ সরবরাহ করার দাবিও জানান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com