কুড়িগ্রামে ফিলিং স্টেশনে আগুন, ব‍্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
কুড়িগ্রামে ফিলিং স্টেশনে আগুন, ব‍্যাপক ক্ষয়ক্ষতি

সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

প্রকাশিত

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের দুটি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়।


খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ হাজার লিটার পেট্রল ভর্তি দুটি লরি বৃহস্পতিবার ভোরে সাহা ফিলিং স্টেশনে গিয়ে পৌঁছে। ভোরে এক লরি থেকে অন্য লরিতে পেট্রল আনলোড করার সময় পাশের তেলের লরিতে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


ফিলিং স্টেশনের মালিক জানায়, এ অগ্নিকাণ্ডে ২৭-২৮ লাখ টাকার ক্ষতি হতে পারে।


এ বিষয়ে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ‘লড়ি থেকে পেট্রোল আনলোড করার সময় কিভাবে আগুন লাগলো বুঝতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জানাতে পারবো।’

তিনি আরও বলেন, ‘দুটি লরির একটি সম্পূর্ণ ও অপরটির তিনটি চাকা আগুনে পুড়ে গেছে। অন্য কোনো ক্ষতি হয়নি।’


নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মোফাজ্জল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com