ফের পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে বেড়েছে শীতের তীব্রতা
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার কারণে বেড়েছে শীতের তীব্রতা

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার কারণে বেড়েছে শীতের তীব্রতা

প্রকাশিত

পঞ্চগড়ে ফের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। এ কারণে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। বেড়েছে শীতের তীব্রতা। তবে সকালেই সূর্যের দেখা মেলায় হালকা কুয়াশার সঙ্গে রোদও দেখাও মিলেছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) বেড়ে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের কারণে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিকসহ ভ্যান চালকদের দুর্ভোগ দেখা দেয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ নিচে থাকলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com