আবু সাঈদ হত্যাকান্ড : বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বেরোবি শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৭১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
 ছবি সংগৃহিত

 ছবি সংগৃহিত

প্রকাশিত

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৭১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাকিদের মধ্যে ৩৩ জনকে দুই সেমিস্টার ও ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শৃঙ্খলা বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. শওকাত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তালিকায় মোট ৭২ জনের নাম রয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড তাকে মওকুফ করে দেয়।

১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন পমেল বড়ুয়া, শামীম মাহফুজ, ধনঞ্জয় কুমার টগর, গ্লোরিয়াস (ফজলে রাব্বি), বাবুল, বিধান, তানভীর, আদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, গাজীউর, শাহিদ হাসান ও মামুন।

যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে তারা হলেন সেজান আহমেদ (ওরফে আরিফ), আরাফাত রহমান আবির, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, মাসুদুল হাসান, উজ্জ্বল মিয়া, হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), আব্দুল্লাহ আল রায়হান, বায়েজিদ মোস্তাফী, রাসেল, সিয়াম আল নাহিদ, অমিত, আখতার হোসেন, তানজিল, মুন্না হাসান লিওন, জিহান আলী, সাব্বির হোসেন (রিয়ান), গালিব হাসান, মাহমুদুর রহমান হৃদয়, মোশারফ হোসেন, পিপাস আলী, মোজাম্মেল হক, মৃত্যুঞ্জয় রায়, সাজ্জাদ হোসেন, মানিক চন্দ্র সেন, রবীন্দ্র রায়, সিয়াম আরাফাত, সাব্বির আহমেদ, মুসান্না-বিন-আহমেদ ও শাহীন ইসলাম।

এক সেমিস্টারের জন্য যাদের বহিষ্কার করা হয়েছে তারা হল- হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, জুবায়ের মাহমুদ, কোমল দেবনাথ, রিজন মণ্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ, ফিলিপ রায়, জিহাদ উল্লাহ, এস এম লাবু ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, সবুজ কুমার, সবুজ মহস্ত, মেহেদী হাসান মিরাজ, জামাল মিয়া, তৌফিক কিবরিয়া, মেজবাহুল সরকার জয়, দেবাশীষ কুমার রায়, আতেফ আসহাব দিল মণ্ডল, নাফিউল ইসলাম, তপন চৌধুরী, সাজেদুর রহমান, আমিরুল ইসলাম শুভ ও শফিউল আযম (সম্রাট)।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জনকে দুই সেমিস্টার এবং ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com