ছবিঃ সংগৃহীত 

ছবিঃ সংগৃহীত 

১২ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

প্রকাশিত

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধিঃ


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর’ উপলক্ষ্যে ১২ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো.হারুন-অর রশিদ।

তিনি জানান, আগামী ২৩ মার্চ রোববার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৮ মার্চ শুক্রবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ৬ এপ্রিল রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

আবাসিক হলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ছুটিতে তো সকল শিক্ষার্থী বাসায় যায় না। তাই তাদের সুবিধার্থে আবাসিক হল খোলা থাকবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com