নির্বাচন নিয়ে জবরদস্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জোনায়েদ সাকির

নির্বাচন নিয়ে জবরদস্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জোনায়েদ সাকির
প্রকাশিত

আগামী নির্বাচন নিয়ে কেউ জবরদস্তি করতে চাইলে সংঘাতের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের জবরদস্তির বিরুদ্ধে রুখে দাড়ানো আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ গণহত্যার বিচার চায়, সংস্কার ও নির্বাচন চায় এবং আগামী ফ্রেরুয়ারীর মধ্যে সে নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র দেশের মানুষ মানবে না বরং প্রতিহত করবে।

তিনি বলেন, বিএনপি-জামাত- এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয়। অনেক সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যারা ক্ষমতার চেয়ারে বসে ভাগাভাগি করছেন তাদের তথ্য দেশের মানুষ কাছে আছে। গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থি মাজারে হামলা করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় বলেও উল্লেখ করেন জোনায়েদ সাকি।

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিকের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জের সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশের আগে তিনি ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জের ৯ম জেলা সম্মেলনের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com