মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বর্ণা আক্তার প্রমি (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুখিয়ারগাতী গ্রামে রিকশাচালক বজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বর্ণা কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণা পড়াশোনার প্রতি অমনোযোগী ছিল। সোমবার দুপুরে তার মা তাকে পড়াশোনার জন্য বকাঝকা করেন, যা স্বর্ণার মনে কষ্ট দেয়। মায়ের সঙ্গে অভিমান করে সে বিকেলের দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

স্বর্ণাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বর্ণার পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। আত্মহত্যার এই ঘটনা সমাজে মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com