বরিশালের অশ্বীনি কুমার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার দ্বিতীয় সম্মেলন।
আগামীকাল ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টায়, “নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে ঐক্যবদ্ধ হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, কৃষক-মজুর সংহতির সাধারণ সম্পাদক আলিমুল কবীর, যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, টাঙ্গাইল জেলা সংগঠক ও ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথি।
সম্মেলনের সভাপতিত্ব করবেন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশীদ নীলু।
আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি/সাংবাদিক ও একজন আলোকচিত্রী/ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে অনুষ্ঠানটির সংবাদ প্রচার ও সফলতা নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।