সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
প্রকাশিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি মানহানির অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম কোনো তদন্ত ছাড়াই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তিনি আরও জানান, জিএমপি কমিশনার ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন এবং জানিয়েছেন, এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দলের নির্দেশনা অনুযায়ী তিনি বাদী হয়ে মামলাটি করেছেন এবং ন্যায়বিচারের আশা করছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com