মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ

আজাদ বক্স/ফাইল ছবি

আজাদ বক্স/ফাইল ছবি

প্রকাশিত

মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে আজাদ বক্স নামে এক ব্যক্তি। নিহত মনোয়ারা বেগম (৩৫) আজাদ বক্সের ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। তাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। রবিবার সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনোয়ারা পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আজাদ বক্স ও মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে লিপ্ত ছিলেন। আজ সকালে নিজের স্ত্রীকে হত্যার পর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন আজাদ বক্স। স্বামী আজাদ বক্স দাবি করেন, তাঁর স্ত্রী পরকীয়া করতেন। তাই তাঁকে হত্যা করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, থানায় এসে নিজের স্ত্রীকে হত্যার কথা বলে আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com