উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
এসময় বিএনপির নেতাকর্মীরা যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় সুলতান মনসুরের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেয়। এবং সুলতান মনসুরের দোসরদের আইনের আওতায় আনার দাবি তোলে।
মিছিল শেষে চৌমুহনী চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক মোহিতুর রহমান মুহিত, শ্রম বিষয়ক সম্পাদক মো. মোক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।