

ছবি : সংগৃহীত
সাবেক বিচারপতি মাণিকে সীমান্তে করুণ অবস্থা। একসময় যার, দাপট আর দাম্ভিকতায় ‘পা’ নামতো না মাটিতে সেই মানিক জঙলে শুয়ে আছে কলা পাতায়। অসহায়ত্ব ছুয়েছে খুব বাজেভাবেই। ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন । (২৩ আগস্ট) সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।
নগদ ৬০ থেকে ৭০ লাখ টাকা, ব্রিটিশ পাসপোর্টসহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মানিক। কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন, তারাই নগদ টাকাসহ সব লুট করে চলে যান।
আটকের পর সালোচিত এই সাবেক বিচারপতি বলেন, আমি ১৫ হাজার টাকা চুক্তিতে আসছিলাম, ওই টাকা আমি তাদের দিয়েছি। কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা যায়, সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানান। এ সময় কয়েকজন তাকে জিজ্ঞেস করেন যে, আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন। তখন বিচারপতি মানিক বলেন, প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম।
শেখ হাসিনা সরকার পতনের পর ব্রিটিশ পাসপোর্টধারী-টাকার সাম্রাজ্য গড়ে তোলা মাণিকও অসহায় হয়ে পড়েন। অবৈধ পথে ভারত পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি। মানিকদের এমন ভয়াবহ পতন, অত্যাচারি শাসক, দুর্নীতিবাজ ও অপরাধীদের জন্য চরম শিক্ষার ও আসনি সংকেত