সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ১৫০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন (ভার্চুয়ালি) করেছেন।

শনিবার দুপুরে তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধা বঞ্চিত রোগীদের জন্য ১০ তলা ভবনের হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়।

জানা গেছে, ২০১৮ সালে অস্থায়ী ভবনে ৬টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে ৩২টি মেশিনে গড়ে ৯০ জন রোগী ডায়ালাইসিস সেবা নিচ্ছেন।

৬২ শতাংশ রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ ১৬০০ টাকায় এই সেবা পাচ্ছে। সামর্থ্য অনুযায়ী ১৫০০, ১০০০ ও ৫০০ টাকায় সেবা নেবার সুযোগ থাকলেও ১২ শতাংশ রোগী পরীক্ষা নিরীক্ষাসহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে।

শিগগিরিই ডায়ালাইসিস মেশিন পঞ্চাশে উন্নীত করার পাশাপাশি আইসিইউ ও কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি-বিদেশি দাতারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com