
রংপুরে একটি এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাংকে বিস্ফোরণে সোহাগ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত ৪ জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি যানবাহন।
শনিবার (১৯ জুলাই) সকালে এলপিজি স্টেশনে মেরামত কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সিও বাজার এলাকায় আজাদ এলপিজি স্টেশনে গত সাত দিন আগে ট্যাংকারে লিকেজ ধরা পরলে বন্ধ করা হয় সবধরনের গ্যাস বেচা-কেনা কার্যক্রম। শনিবার সকালে মেরামত কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সোহাগ নামে একজন মারা যান।
বিস্ফোরণে বাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, পিকআপভ্যানসহ অন্তত ২০টি গাড়ি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ চালায়।