রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র‍্যাব-বিজিবি মোতায়েন থাকবে: আরএমপি কমিশনার

রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র‍্যাব-বিজিবি মোতায়েন থাকবে: আরএমপি কমিশনার
প্রকাশিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র‌্যাব সদস্য ও ৬ প্লাটুন বিজিবি সদস্য।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে রাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পুলিশ কমিশনার জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর ক্যাম্পাসে মোতায়েন থাকবে। প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে। ক্যাম্পাসে র‌্যাব ও বিজিবি সদস্যরা অস্থায়ী ক্যাম্প করবেন।

মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য নেই। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর মাহবুবর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক খুবই ভালো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই।

এ সময় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে পরে তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে। আশা করছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com