অপহরণ-মানবপাচার চক্রের মূলহোতা আটক

অপহরণ-মানবপাচার চক্রের মূলহোতা আটক
প্রকাশিত

কক্সবাজারের টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে (৫২) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। 

রবিবার (২৫ মে) রাত ৯টার দিকে উপজেলা পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন। 

ওসি বলেন, টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা আছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com