

ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইনে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনারকে (৪৫) আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ডিভাইস ও অ্যাপস ব্যবহার করে দলটির পলাতক নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।
বুধবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ ক্যাপিটাল কলেজ থেকে এই আওয়ামী লীগ নেতাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটক করে।
আটককৃত মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং ব্যক্তি মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ।
এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর-১৩ বীর ব্যাটালিয়ানের অধিনস্থ ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন অ্যাপস ব্যবহার করে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করে সংহিংসতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার গোয়েন্দা তথ্যে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আটক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল ফোন এবং তার ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইসে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় অধ্যক্ষ মিনারকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৩ ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় অভিযানের খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়।