ঈদ উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব

ঈদ উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব
প্রকাশিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে র‍্যাব-৫, রাজশাহী মহানগরী এবং দায়িত্বাধীন এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

রবিবার (১ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী সিটি পশুহাট পরিদর্শনে এসে এসব কথা জানান র‍্যাব-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

তিনি বলেন, রাজশাহী মহানগরীতে স্থাপিত কোরবানি উপলক্ষ্যে সমান হাটেই বিশেষ নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে কোরবানি পশু ক্রয়-বিক্রয় করতে পারে। পশু ক্রয় বিক্রয়কারী কর্তৃক জাল টাকা আদান-প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টাকা শনাক্তকারী মেশিন স্থাপন ও ব্যবস্থা করা হয়েছে যাতে কাউকে দুর্ভোগে পোহাতে না হয়। পাশাপাশি নগরীর বড় হাটগুলোতে বর্তমান গরম আবহাওয়া ও জনসাধারণের কথা মাথায় রেখে র‍্যাব প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রেখেছে।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্য পৌঁছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠুভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব সর্বদা তৎপর।

এ সময় র‍্যাব-৫ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com