যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক চায় ট্রাফিক পুলিশ

যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক চায় ট্রাফিক পুলিশ

ট্রাফিক পুলিশ

প্রকাশিত

রাজধানী ঢাকার তীব্র যানজট নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে স্বেচ্ছাসেবীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের ফেসবুক পেজে এ আহ্বান জানানো হয়।

স্বেচ্ছাসেবী উদ্যোগটির নাম দেয়া হয়েছে Traffic Assistant Group (TAG)। ফেসবুক পেজে বলা হয়েছে TAG এ অংশগ্রহণ করুন, ট্রাফিক সমস্যা সমাধানে অংশীজন হোন!

তবে স্বেচ্ছাসেবী হতে চাইলে একটি গুগল ডক ফাইলে নিজের নাম-পরিচয় দিয়ে আগে রেজিট্রেশন করে নিতে হবে। যার লিংক দেয়া হয়েছে পেজটিতে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ট্রাফিক মিরপুর বিভাগের আওতাধীন (কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলি, মাজাররোড, দারুসসালাম, মিরপুর-১, ২, ১০, ১১, ১২, ১৪, কালশী, কচুক্ষেত, কাজীপাড়া, শেওরাপাড়া, পল্লবী) এলাকায় যারা ট্রাফিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী, তারা Google Form এ আপনাদের নাম ও ঠিকানা দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

পোস্টে আরও বলা হয়, এটি সম্পূর্ণ Volunteer কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজটি করা হবে। এর সাথে অর্থনৈতিক প্রাপ্তির কোনো সংশ্লিষ্টতা নেই।

ট্রাফিক পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ফেসবুক ব্যবহারকারীরা।

অদিতি মুন নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, এটা অনেক ভালো উদ্যোগ, আশা করব কল্যাণপুরসহ সব বাস স্টপেজে একটি ‘বাস বে’ চালু করবেন। তাহলে যাত্রীদের ওঠানামাটা অনেক সহজ হবে, জ্যাম হবে না। তৃতীয় লিঙ্গের মানুষদেরকেও এখানে যুক্ত করতে পারেন। তাহলে হয়তো তাদের চাঁদাবাজিটা বন্ধ হবে।

মোহাম্মদ আসিফ নুর নামে আরেকজন লিখেছেন, বাহ! গুগল ফর্ম ইউজ করতেছেন! পুলিশ দিন দিন স্মার্ট হচ্ছে আর জনগণমুখী হচ্ছে। এমন জনতার পুলিশই চাই।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com