
ছবিতে গ্রেফতারকৃত দুইজন মাদক ও কাভার্ডভ্যানসহ। ছবি-ডিএমপি।
শুক্রবার মধ্যরাতে শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজা মোল্লা (৩০) ও মোঃ ওমর ফারুক (২৩)।
শনিবার রাত ১ টা ৫৫ মিনিটে শ্যামলীর টিবি হাসপাতালের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য নয় লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মাদক কেনা-বেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।
ডিএমপি জানায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সামনে অবস্থান নেয়। তথ্য ছিলো যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।