কমিশনার পদ থেকে তারিকুজ্জামানকে অব্যাহতি দিল বিএসইসি

কমিশনার পদ থেকে তারিকুজ্জামানকে অব্যাহতি দিল বিএসইসি

ড. এ টি এম তারিকুজ্জামান। ফাইল ছবি

প্রকাশিত

বুধবার (১১ সেপ্টেম্বর)  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, ড. এ টি এম তারিকুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নম্বর শর্তানুযায়ী তাকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য তিন মাসের নোটিশ দেয়া হলো। তিনি চলতি বছরের ১০ ডিসেম্বরের পর থেকে বিএসইসি কমিশনার পদে বহাল থাকবেন না।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 
এর আগে গত ৩ সেপ্টেম্বর বিএসইসি কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফারজানা লালারুখকে। আর গত ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com