রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-সিরাজগঞ্জ ট্রেন যোগাযোগ বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-সিরাজগঞ্জ ট্রেন যোগাযোগ বন্ধ
প্রকাশিত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে তারা। এতে আটকা পড়েছে যাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল বা খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বলেন, সকাল ৯টার দিকে উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে।

এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি আপ-ডাউন ট্রেন চলাচল করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com