মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুমারখালীর পৌরবাজারের সোনাবন্ধু সড়ক ও স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের নিষিদ্ধ কসমেটিকস ব্যবহার করায় কুমারখালী স্টোরের মালিক নাইমুল ইসলামকে ৭ হাজার ও শতরূপা স্টোরের মালিক সিরাজুল ইসলামকে ৩ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স শিমুল স্টোরের মালিক মো. শিমুলকে ৫ হাজার এবং পোড়া তেল দিয়ে খাবার তৈরি ও ফ্রিজে তৈরিকৃত খাবার সংরক্ষণ করায় কুণ্ডু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক অদ্বৈত কুণ্ডুকে ৩ হাজার ও সুধীর মিষ্টান্ন ভাণ্ডারে মালিক গোপাল কুমার পালকে ৩ হাজার টাকা সহ মোট ২১ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, বিএসটিআইয়ের নিষিদ্ধ কসমেটিকস ব্যবহার, পোড়া তেল দিয়ে খাবার তৈরি, ফ্রিজে তৈরিকৃত খাবার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচ প্রতিষ্ঠান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নিয়ম কানুন মেনে চলতে কঠোর সতর্কী করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে।