বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন

ছবি সংগ্রহ

ছবি সংগ্রহ

প্রকাশিত

যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে মানববন্ধন হয়েছে ।

আজ রবিবার সকাল ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ।

প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চাকুরীচ্যুত যশোরের ১৬৩ জন বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।

এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানান, 'তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে পিলখানার ভিতরে এবং পিলখানার বাইরের ইউনিট সমূহের নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিচ্যুত করে।

তারা নিরাপদ সদস্যদের মুক্তি, তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্বিঘ্নে কাজ করার স্বার্থে প্রজ্ঞাপনের ২/ঙ ধারা বাদ এবং সকল চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিডিআর কল্যান পরিষদের সমন্বয়ক ওয়াহিদ খান, অর্থ সমন্বয়ক আব্দুল কাদের ও চাকুরিচ্যুত বিডিআর সদস্য হুমায়ুন কবীর প্রমুখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com