প্রথমবার শুক্রবার চলল মেট্রোরেল, উচ্ছ্বসিত যাত্রীরা

প্রথমবার শুক্রবার চলল মেট্রোরেল, উচ্ছ্বসিত যাত্রীরা

মেট্রোরেল : ছবি: সংগৃহীত

প্রকাশিত

যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার দূর হলো নগরবাসীর। উদ্বোধনের পর প্রথমবারের মতো শুক্রবার (২০ সেপ্টেম্বর) উত্তরা-মতিঝিল রুটে চলল মেট্রোরেল।

এ ছাড়া গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষের ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন এদিন খুলে দেয়া হয়েছে।


বিকেল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রোরেল চলাচল করবে।


মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৩টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু করেছি।’

এদিকে শুক্রবার প্রথমবারের মতো মেট্রোরেলে চড়তে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। ছুটির দিন হওয়ায় এদিন স্টেশনগুলোতে যাত্রীর বেশ ভিড় দেখা গেছে। কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় অনেক যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


ফয়সাল হোসেন নামে এক যাত্রী বলেন, যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি ছিল অনেক আগে থেকেই। আজ থেকে শুক্রবারও মেট্রো চলাচল শুরু হয়ে। বেশ ভালো লাগছে।


এদিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ৫০ মিনিটে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com