জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারো নয়: রুমিন ফারহানা

জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারো নয়: রুমিন ফারহানা
প্রকাশিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ৪ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। তাই এই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারো নয়।

শুক্রবার বিকেলে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূতি পালনে কালো ব্যাজ ধারন ও মৌন মিছিল শেষে সরাইল উপজেলা পরিষদের সামনে এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, এক বছর আগে আজকের এই দিনে ফ্যাসিস্ট হাসিনার পুলিশবাহিনী গুলি করে পাখির মত ছাত্র-জনতাসহ বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। কিন্তু বছর না যেতেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর সেই প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর গুম, খুন, হামলা, মামলাসহ নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছে। কিন্তু তার পরেও বিএনপি ঐক্যবদ্ধ ছিলো কারো প্রলোভনে পা দেয়নি, পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেনি। কিন্তু গত ১৫ বছর যারা আপোসের রাজনীতি করে ছাত্রলীগ-যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে তারা যেনো দেশনায়ক তারেক রাহমানকে নিয়ে কুটক্তি করার কোনো সাহস না পায়। কারণ বিএনপি গণমানুষের দল। অতেএব যারা মনে করে বিএনপিকে আটকে রাখতে পারবে তারা জীবনের বড় ভুল করছে। তিনি এ সময় দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com