স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
প্রকাশিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

দিনাজপুরের হিলি সীমান্তে এই আয়োজন দুদেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানির কমান্ডার অসিম মারাক বিএসএফ-এর ক্যাম্প কমান্ডার রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দেন। এর আগে, বিএসএফ-এর পক্ষ থেকে বিজিবিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। পরে উভয় পক্ষের সদস্যরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এই অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ-এর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুদেশের সীমান্ত রক্ষীবাহিনী একে অপরকে শুভেচ্ছা জানানোর এই রীতি বহুদিন ধরে চলে আসছে। হিলি সীমান্তে বিশেষভাবে এই ঐতিহ্য পালন করা হয়, যা দুদেশের মধ্যে সুসম্পর্কের প্রতীক।

এই মিষ্টি বিনিময় অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে। তারা বলছেন, এমন উদ্যোগ শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com