বিএনপির কমিটি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, কার্যালয়ে আগুন

বিএনপির কমিটি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, কার্যালয়ে আগুন
প্রকাশিত

জয়পুরহাটের কালাইয়ে কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দলীয় কার্যালয় ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে।

রবিবার কালাই উপজেলার পুনট এলাকায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার বিকেল ৩টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এছাড়া পুলিশ ও সেনা সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

দলীয় সূত্র জানায়, পুনট ইউনিয়ন বিএনপিতে বিভক্তি রয়েছে। এ কারণে পুনট বাজারে বিএনপির তিনটি কার্যালয় রয়েছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকিরের নেতৃত্বে বিকেল ৩টায় ইউনিয়নের ৯টি ওয়াডৃ কমিটি ঘোষণার কথা ছিল। সে সময় দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ অনুগতদের নিয়ে কমিটি হচ্ছে বলে একপক্ষের নেতাকর্মীরা অভিযোগ তোলেন। ইব্রাহিম ফকির দ্রুত কমিটি ঘোষণা দেন। এরপর তার লোকজন মিছিল নিয়ে পুনট বাজারে বিএনপির অপরপক্ষের কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির কর্মী সমাবেশের কথা বলে অনুগতদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠনের চক্রান্ত করছিলেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা বাধা দেন। ইব্রাহিম ফকিরের লোকজন এসে দলীয় কার্যালয় ভাংচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির বলেন, বিকেলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি গঠনের কথা আগেই জানানো হয়েছিল। একটি পক্ষ তা বানচালে তৎপর হয়ে উঠে। আমরা কমিটি ঘোষণা করেছি। তবে দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয় জানা নেই।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীরা দ্বন্দ্বে জড়ায়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেকার রহমান বলেন, কমিটি গঠন নিয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার বিকেল ৩টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তা বলবৎ থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com